এস আই মল্লিক, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ পথে ভারতে যাবার সময় দালালসহ ১৫ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে ৫৮ বিজিবি। গত মঙ্গলবার মহেশপুর উপজেলা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সাতজন পুরুষ, চারজন নারী ও তিন শিশু রয়েছে। এছাড়াও এসময় তাদের সহায়তাকারী এক দালালকে আটক করে বিজিবি।
সর্বশেষ গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলার ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী শ্যামকুড় গ্রামের নলবিলপাড়া ব্রীজের কাছ থেকে পাঁচটি স্বর্ণের বার, নগদ টাকা ও মোবাইলসহ আব্দুল মান্নান নামে এক চোরাকারবারীকে আটক করে বিজিবি। আটককৃত আব্দুল মান্নান শ্যামকুড় গ্রামের ইউনুছ আলী মন্ডলের ছেলে।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান জানান,, সীমান্তের শ্যামকুড় বিওপির দায়িত্বপুর্ণ সীমান্ত পিলার ৬০/১২৩ এর অধিন পদ্মপুকুর বড়তলা মোড় হতে বাংলাদেশ থেকে ভারতে যাবার সময় ১৪ জনকে আটক করে। তাদের অধিকাংশের বাড়ি বাগেরহাট জেলায়। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। বর্তমানে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার ঘটনা একটু বেড়েছে বলে যোগ করেন এই বিজিবি কর্মকর্তা।
এ নিয়ে চলতি বছরের জানুয়ারী থেকে এ পর্যন্ত ঝিনাইদহের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে আসা যাওয়ার অভিযোগে ২৭২ নারী, পুরুষ, শিশু এবং সহায়তাকারী ২১ দালালকে আটক করে বিজিবি।