সোহানুর রহমান সোহাগ, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড় সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের সময় সীমান্ত এলাকা থেকে বিজিবি’র সদস্যরা ৫টি স্বর্ণের বারসহ স্বর্ণ চোরাচালানী আব্দুল মান্নানকে (৫৪) আটক করেছে। এ সময় তার কাছ থেকে বিজিবি’র সদস্যরা বাংলাদেশী ৩৪ হাজার ২৯৮ টাকা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করেছে। আটককৃত স্বর্ণ চোরাচালানী শ্যামকুড় পশ্বিমপাড়ার ইউনুচ আলী মন্ডলের ছেলে। মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে খোসালপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার লুৎফর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামকুড় সীমান্তের নলবিলপাড়ার ব্রীজের উপর থেকে ৫টি স্বর্ণের বার যার ওজন ৫৮৩.২০ গ্রামসহ চোরাচালানী আব্দুল মান্নানকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের দাম আনুমানিক ৩৪ লাখ ৮৪ হাজার ২৯৮টাকা। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।