নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে গতকাল শনিবার প্রাপ্ত ৬৫ জনের রিপোর্টে আরো ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫১৯ জন। তবে এদিন করোনা থেকে সুস্থ হয়েছে ১০ জন। এতে জেলায় করোনাজয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৭১ জনে। আর এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭ জন। জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নতুন আক্রান্ত ১১ জনের মধ্যে সদর উপজেলায় ৮ জন, সিরাজদিখানে ২ জন ও গজারিয়ায় ১ জন। আর সুস্থ হওয়া ১০ জনের মধ্যে সদর উপজেলায় ৪ জন, টঙ্গীবাড়ীতে ৫ জন, শ্রীনগরে ১ জন। আর এ পর্যন্ত জেলার ৬টি উপজেলার মধ্যে সদর উপজেলায় মোট আক্রান্ত ১৫০৫ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ২৮৪ জন, সিরাজদিখান উপজেলায় ৫৭০ জন, লৌহজংয়ে ৩৯৭ জন, শ্রীনগর উপজেলায় ৩০৬ জন ও গজারিয়া উপজেলায় ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এদের মধ্যে সুস্থ হয়েছে সদর উপজেলায় ১ হাজার ৪১৬ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ২৫২ জন, সিরাজদিখান উপজেলায় ৫২৫ জন, লৌহজং উপজেলায় ৩৮৫ জন, শ্রীনগর উপজেলায় ২৫৬ জন ও গজারিয়া উপজেলায় ৩৩৭ জন। জেলায় বর্তমানে হোম, হাসপাতাল ও অন্যান্য কোয়ারেন্টাইনে আছে ৭৩৩ জন। এদিকে জেলা থেকে এ পর্যন্ত ১৬ হাজার ৯০২টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৬ হাজার ৬৫০টি।