নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ অর্থ বছরে খরিপ-২/২০২০-২১ মৌসুমে ক্ষয় ক্ষতি পুষিয়ে নিতে বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজির প্রণোদনার বীজ বিতরণ করা হয়েছে। কৃষিবিদ ওমর ফারুক কৃষি সম্প্রসারণ অফিসার মুন্সীগঞ্জ সদর এর সঞ্চালনায় এবং রুবায়েত হাসান শিপলু উপজেলা নির্বাহী অফিসার মুন্সীগঞ্জ সদর এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষিবিদ হাবিবা নাসরীন উপজেলা কৃষি অফিসার, মুন্সীগঞ্জ সদর। কৃষকদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন বজ্রযোগিনী ইউনিয়নের মামাসার গ্রামের কৃষক হাকিম দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হাসান ভাইস চেয়্যারম্যান, মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে শাক-সবজির বীজ বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা আনিছউজ্জামান চেয়্যারম্যান, মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ। সদর উপজেলার ২টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের মোট ৪০০ কৃষকের মাঝে জন প্রতি লালশাক ৫০ গ্রাম, ডাঁটা ৫০ গ্রাম, কলমী শাক ৫০ গ্রাম, মূলা বীজ ১০০ গ্রাম, পুঁইশাকের বীজ ৫০ গ্রাম, পালংশাক বীজ ১০০ গ্রাম, পাটশাক বীজ ৫০ গ্রাম, শসা হাইব্রীড বীজ ০৩ গ্রাম, লাউ হাইব্রীড বীজ ০৫ গ্রাম, মিষ্টিকুমড়া বীজ ০৫ গ্রাম, করলা হাইব্রীড ১০ গ্রাম, বরবটি ১০ গ্রাম এবং শিম বীজ ৫০ গ্রাম করে বিতরণ করা হয়।