নিজস্ব প্রতিবেদক
নাব্য সংকটে আবারো শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল রোববার দুপুরে নৌরুটের লৌহজং টার্নিং চ্যানেলে নাব্য সংকট দেখা দিলে বেলা ২টায় ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এদিকে ফেরি বন্ধ হওয়ায় নদী পারের অপক্ষোয় শিমুলিয়া ঘাটে ছোট বড় মিলিয়ে আটকা পড়েছে শতাধিক গাড়ি। বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, সকাল থেকে ৫টি ফেরি নৌরুটের লৌহজং টার্নিং চ্যানেল হয়ে যানবাহন পারাপার করছিলো। তবে চ্যানেলে পানির উচ্চতা কম হওয়ায় সকাল থেকেই বিঘ্ন পরিস্থিতি তৈরি হয়। দুপুরে কাঁঠালবাড়ি থেকে ছেড়ে আসা ছোট ফেরি কুমিল্লা নাব্য সংকটে চ্যানেলের মাঝে আটকে যায়। এমন পরিস্থিতিতে কাঁঠালবাড়ি থেকে ছেড়ে আসা আরো ২টি ফেরি কাকলী ও ক্যামেলিয়া আবারো কাঁঠালবাড়ি ঘাটে ফিরে গিয়েছে। বর্তমানে ফেরি চলাচল অসম্ভব হয়ে পড়ায় বেলা ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। নাব্য সংকট কেটে গেলে আবারো ফেরি চালু হবে। উল্লেখ্য, বিগত কয়েকমাস যাবত চ্যানেলে নাব্য সংকেটে দেশের দক্ষিণবঙ্গের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরির অচলাবস্থা তৈরি হয়েছে।