ক্রীড়া ডেস্ক
অবশেষে বার্সেলোনা কর্তাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে ক্লাব ছাড়ার পথ সুনিশ্চিত করতে চলেছেন লিওনেল মেসি। সূত্রের খবর, বুধবার ক্লাব সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন আর্জেন্তাইন মহাতারকার বাবা জর্জ। মেসির দল ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর সভাপতি তার সঙ্গে দেখা করার কথা জানিয়েছিলেন। মেসি তাতে রাজি হননি। এরপর ক্লাবের পক্ষ থেকেও সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, একমাত্র চুক্তি নবীকরণ করা হলে তবেই বৈঠক হতে পারে। যদিও বর্তমান পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে, তাতে দু’পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে বৈঠকের মধ্যে দিয়ে সুরাহা খোঁজার চেষ্টা করছে। মেসির সঙ্গে বার্সেলোনার আরও এক বছর চুক্তি থাকলেও, তিনি যে আর থাকতে চান না তা ক্লাবকে জানিয়ে দিয়েছেন। এমনকী, প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার সিটির পথে এক পা বাড়িয়ে রেখেছেন তিনি। যদিও বার্সেলোনার পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে, আর্জেন্টাইন মহাতারকাকে দলে পেতে হলে চুক্তি অনুযায়ী পুরো ৭০০ মিলিয়ন ইউরো বাই-আউট ক্লজের অর্থ গুণতে হবে। নয়তো আরও একবছর বার্সেলোনায় খেলার পর আগামী মৌসুমে ফ্রি ফুটবলার হিসেবে যে কোনও দলে যোগ দিতে পারবেন এলএমটেন। এরপরই দু’পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। নতুন মৌসুমের জন্য রবিবার ক্লাবের সব ফুটবলারের মেডিক্যাল টেস্ট হলেও, তাতে হাজির ছিলেন না মেসি। ফলে সোমবার থেকে শুরু হওয়া দলে অনুশীলনেও তিনি অংশ নিতে পারেননি। এরপরই ক্লাব সভাপতি বার্তোমেউয়ের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন মেসির বাবা। এদিকে, লিওর বার্সা ছাড়ার খবর প্রকাশ্যে আসতেই তাকে দলে নেওয়ার স্বপ্ন দেখা শুরু করেছিল নিউওয়েলস ওল্ড বয়েজ। মেসির জন্মস্থান আর্জেন্টিনার রোজারিও শহরে অবস্থিত এই ক্লাব থেকেই ফুটবল খেলা শুরু করেছিলেন এলএমটেন। আর্থিক লড়াইয়ে ইউরোপের বাকি দলগুলির তুলনায় অনেকটাই পিছিয়ে থাকলেও, ঘরের ছেলেকে ঘরে ফেরানোর স্বপ্ন দেখতে শুরু করেছিল আর্জেন্টাইন ক্লাবটি। এবার দেশের রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্ডেজও চাইছেন, দেশেই ফিরে আসুন মেসি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেসি আমাদের সবার মনের মধ্যে রয়েছে। আমরা তাকে দেশের ক্লাবে খেলতে দেখিনি। আমি চাই, দেশে এসে ক্যারিয়ার শেষ করুন বাঁ পায়ের জাদুকর। নিউয়েলস ওল্ড বয়েজ তো মেসিরই ক্লাব। আমরা সকলে সেই আশাতেই বুক বাঁধছি।’ গত মঙ্গলবার মেসির বার্সা ছাড়ার খবর প্রকাশ্যে আসতেই রোজারিওর রাস্তায় উৎসবে মেতে উঠেছিলেন স্থানীয়রা। নিউওয়েলস ক্লাবের সামনে চলেছিল সেলিব্রেশনও। অনেকেই ধরে নিয়েছেন, বার্সেলোনা ছেড়ে ছেলেবেলার ক্লাবেই ফিরবেন আর্জেন্তাইন মহাতারকা। যদিও বাস্তবে তা অসম্ভব।