আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে একদিনে কোভিড-১৯ সর্বোচ্চ সংক্রমণে রেকর্ড গড়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৭৮ হাজারের বেশি মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে জুলাইয়ের ১৬ তারিখে যুক্তরাষ্ট্রে অদৃশ্য এই ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ছিল ৭৭ হাজার ২৯৯ জন। খবর আনন্দবাজার।
রবিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৭৬১ জন, দৈনিক সংক্রমণ বৃদ্ধির বিচারে যা এখন পর্যন্ত বিশ্বে সর্বাধিক। গতকালের চেয়ে এ দিন আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৮৯ জন বেশি। সব মিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ লক্ষ ৪২ হাজার ৭৩৩। ভারতের বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে সেপ্টেম্বরের শুরুতেই বিশ্ব তালিকায় ভারত ব্রাজিলকে ছাপিয়ে যাবে। গত ২৪ ঘণ্টায় এশিয়ার এই দেশটিতে ৯৪৮ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। সবমিলিয়ে ভারতে এখন পর্যন্ত ৬৩ হাজার ৪৯৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মৃত্যুর হারে মেক্সিকোকে ছাপিয়ে বিশ্বতালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ভারতের নাম। এই তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ লক্ষ ৮২ হাজার ৭৬০ জন প্রাণ হারিয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মৃত্যু হয়েছে ১ লক্ষ ২০ হাজার ২৬২ জনের। চতুর্থ স্থানে থাকা মেক্সিকোতে মোট মৃত্যুসংখ্যা ৬৩ হাজার ৮১৯। তালিকার পঞ্চম স্থানে থাকা বিট্রেনে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৫৮৫ জন করোনা রোগীর।