ক্রীড়া ডেস্ক
চেন্নাই সুপার কিংস ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ভক্তদের বড় ধরনের দুঃসংবাদ দিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার সুরেশ রায়না। ব্যক্তিগত কারণ দেখিয়ে চেন্নাই সুপার কিংস ছেড়ে দেশে ফিরেছেন তিনি। আইপিএলে তিনি অংশ নেবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে চেন্নাই সুপার কিংস দলের তরফ থেকে। শুক্রবারই জানা গিয়েছিল যে চেন্নাই শিবিরে হানা দিয়েছে করোনা। শিবিরের ১৩ জন সদস্য করোনা পরীক্ষায় পজিটিভ এসেছিলেন। তার মধ্যে একজন ভারতীয় পেসার ছিলেন বলেও জানা গিয়েছিল। শনিবার সকালে চেন্নাই সুপার কিংসের তরফে সোশ্যাল মিডিয়ায় রায়নার দেশে ফিরে আসার খবর জানানো হয়। সিএসকে সিইও কেএস বিশ্বনাথ বলেছেন যে, ব্যক্তিগত কারণে তিনি দেশে ফিরে আসছেন এবং আইপিএলে পাওয়া যাবে না তাকে। এরপরই ক্রিকেটমহলে শুরু হয় চর্চা। ঠিক কী হয়েছে সুরেশ রায়নার, ওঠে প্রশ্ন। মনে করা হচ্ছে কোভিড পরিস্থিতিতে উদ্বিগ্ন রায়না আইপিএল খেলতে চাইছেন না। তাই ফেরার সিদ্ধান্ত নেন তিনি। চেন্নাই সুপার কিংসের তরফে টুইটে তার ও তার পরিবারের পাশে থাকার কথা বলা হয়েছে। কিন্তু, আইপিএলের ইতিহাসে এই প্রথমবার তাকে দেখা যাবে না খেলতে। মনে করা হচ্ছে, জৈব সুরক্ষা বলয় নিয়ে রায়না সন্তুষ্ট নন শিবিরে করোনার হানার পর। এমনও বলা হচ্ছে যে এরপরে অন্য ক্রিকেটাররাও রায়নার দেখানো পথে চলতে পারেন।