তৃপ্তি রঞ্জন সেন, খুলনা প্রতিনিধি
খুলনার পাইকগাছার দেলুটির ভাঙন কবলিত স্থানে খেলা করতে গিয়ে নদীর পানির প্রবল স্রোতে অষ্টম শ্রেণী পড়ুয়া এক ছাত্র নিখোঁজ হয়েছে। ফায়ার ব্রিগেডের ডুবুরি দল চেষ্টা করেও স্কুলছাত্রের কোন সন্ধান মেলাতে পারেনি। দেলুটির ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল মুঠোফোনে জানিয়েছেন, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার দেলুটি ইউনিয়নের তেলিখালী গ্রামের শফিকুল বিশ্বাসের অষ্টম শ্রেণী পড়ুয়া ছেলে জাহান আলী বিশ্বাস (১৪) তার দুই বন্ধুকে নিয়ে গোপিপাগলা মৎস্য ঘেরের বেড়িবাঁধের ভাঙন কবলিত স্থান সংলগ্ন (মরা ভদ্রা নদী) পানির স্রোতে খেলা করছিল। এই সময় পানির প্রচন্ড স্রোতে জাহান আলী বিশ্বাস তাৎক্ষণিক পানিতে ডুবে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে বিষয়টি জানান। নির্বাহী অফিসারের দ্রুত পদক্ষেপে ও নির্দেশনায় খুলনা জেলা ফায়ার ব্রিগেড সার্ভিসের একটি ডুবুরি দল বেলা সাড়ে তিনটার দিকে ভাঙন কবলিত স্থানে এসে নিখোঁজ জাহান আলী বিশ্বাসকে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু নদীতে প্রচন্ড স্রোতের কারণে সন্ধ্যাা ৭টার দিকে ডুবুরি দল উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন বলে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল নিশ্চিত করেছেন।