মোঃ তোফাজ্জল হোসেন, দিনাজপুর সংবাদদাতা
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভার এর সদস্যরা শতভাগ মাস্ক পরিধান ও সচেতনতা নিশ্চিতকরণে মাঠে নেমেছে। এরই অংশ হিসেবে গত শনিবার থেকে ৩ দিনের ক্যাম্পেইন দিনাজপুরের কাহারোল শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান মো. হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা রোভারের সম্পাদক মো. জহুরুল হক। বুলিয়া বাজার কলেজের অধ্যক্ষ নাজমা শিরিন, দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক ভারপ্রাপ্ত সম্পাদক আবু সাইদ, পূর্ব মল্লিকপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক জয়ন্তী রানী রায় ও দিনাজপুর জেলা রোভারের প্রতিনিধি শাহাদাত মজুমদার প্রমুখ। ক্যাম্পেইনে জনসাধারণের শতভাগ মাস্ক পরিধান ও সচেতনতা নিশ্চিত করতে প্রায় ৫০ জনের অধিক রোভার ও গার্ল-ইন রোভার সদস্যবৃন্দ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে করোনা ভাইরাসে সচেতনতার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তারা প্রতিটি ইজিবাইকের চালক, যাত্রী, বিভিন্ন যানবাহনের ড্রাইভার, যাত্রী ও জনসাধারণের মাঝে করোনা ভাইরাস বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম ও যানবাহনে যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে উদ্বুদ্ধ করাসহ যাদের মুখে মাস্ক নেই সেসব মানুষকে নিজ উদ্যোগে স্থানীয় দোকান থেকে মাস্ক ক্রয় করে দিচ্ছেন।