নিজস্ব প্রতিবেদক
দুর্বার গতিতে চলছে পদ্মা সেতুর কাজ আর নদীর পানি কমলেই পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ শুরু করা হবে। আপাতত পানির স্তর বেশি থাকায় স্প্যান বসানোর কাজে ব্যবহৃত ক্রেন ব্যবহার করা যায় না। সে কারণে ৭টি স্প্যান প্রস্তুত থাকলেও পিয়ারে তা বসানো সম্ভব হচ্ছে না। নদী ভাঙন বা অন্য কোনও কারণে পদ্মা সেতুর কাজ থেমে নেই বলে জানিয়েছেন সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের। তিনি জানান, স্প্যান বসানোর জন্য নদীতে পানির স্তর থাকতে হবে ৪. ৮০ মিটার। কিন্তু বর্তমানে আছে ৬.১৭ মিটার। স্প্যান বসাতে হলে ক্রেনকে পিয়ারের কাছে বসাতে হবে। ক্রেন বসানোর জন্য পানির স্তর ৪.৮০ মিটারের নিচে থাকতে হবে। কাজেই নদীর পানির স্তর যখন এমন হবে তখনই স্প্যান বসানো হবে। সেটা সেপ্টেম্বর মাস হোক বা অক্টোবরে। স্প্যান বসানোর কাজ ছাড়া সেতুর অন্য কোনও কাজ আর থেমে নেই। মূল সেতুর ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি স্প্যান বসানো হয়েছে। বাকি আছে মাওয়া প্রান্তের ১০টি স্প্যান। সেগুলোর মধ্যে ৭টি স্প্যান তৈরির কাজ সম্পন্ন হয়েছে এবং ৩টি স্প্যান তৈরির কাজ চলছে। তিনি আরো জানান, আগামী ডিসেম্বরের মধ্যে সেতুর সব স্প্যান বসানোর কাজ শেষ হবে বলে আশা করা যায়। আর যেভাবে কাজ এগিয়ে যাচ্ছে তাতে আগামী বছর সেতু যান চলাচলের জন্য উদ্বোধন করা সম্ভব হবে বলে মনে করছি।