তথ্যপ্রযুক্তি ডেস্ক
নতুন ফাস্ট চার্জিং ফোন আনছে অপো। মডেল অপো রেনো ৪ জেড ৫ জি। ফোনটিতে অ্যামোলিড ডিসপ্লে দেয়া হবে। ৫ জি নেটওয়ার্ক সমর্থিত এই ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্জ। অপোর নতুন এই ফোন ৬ ও ৮ জিবি র্যাম ভার্সনে বাজারে আসবে। উভয় ভার্সনে ১২৮ জিবি মেমোরি দেয়া হবে। এর ফুল এইচডি ডিসপ্লের আসপেক্ট রেশিও ২০:৯ এবং রেজুলেশন ১০৮০x২৪০০ পিক্সেল। পাঞ্চ হোল ডিজাইনের সাথে এই ফোনে ডুয়েল সেলফি ক্যামেরা রয়েছে, এই দুটি ক্যামেরা হল ১৬ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৪৭১ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। প্রসেসর, র্যাম ও স্টোরেজের কথা বললে এতে ২.০ গিগাহার্টজ, অক্টা কোর মিডিয়াটেক ডিমেন্সিটি ৮০০ ৫জি চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক কালারওএস ৭ অপারেটিং সিস্টেমে চলে। ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে আছে চারটি ক্যামেরা। যার প্রধান ক্যামেরা হলো ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৫৬৮ সেন্সর। এর অ্যাপারচার এফ/১.৭। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এতে এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য ফোনের সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এতে পাবেন ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ৪,০০০ এমএএইচ ব্যাটারি।