হাছানুর রহমান, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় ২০২০-২১ অর্থ বছরে বন্যায় ক্ষতি পুষিয়ে নিতে কমিউনিটি বীজতলায় উৎপাদিত নাবী জাতের আমন ধানের চারা ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে এবং প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই আবাদ বৃদ্ধিকল্পে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্বরে ২টি ইউনিয়নের ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বর্তমানে দেশে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে বিতরণকার্যের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বাংলাদেশ সচিবালয় এর কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মাহাবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্যের পর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।