কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি
উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে তুমব্রু গ্রামে পানিবন্দি শূন্যরেখার (জিরো পয়েন্টের) রোহিঙ্গা শিবির। প্রবল ভারি বর্ষণে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম-তুমব্রু খালের পাড়ের জিরো-পয়েন্টের রোহিঙ্গা শিবির। এতে ক্যাম্পের এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সেখানে সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও স্বাস্থ্যকর টয়লেটের। জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) প্রাথমিক হিসাব বলছে, এখানে প্রায় এক হাজার তিনশ রোহিঙ্গা পরিবারের নারী-পুরুষ ও শিশু অবস্থান করছেন। জিরো-পয়েন্টের রোহিঙ্গারা জানান, এখানে খাদ্য সহায়তা মিললেও তারা বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যকর টয়লেট সংকটে ভুগছেন। তারা যে ব্লকে থাকছেন, সেখানে এক হাজার পরিবারের জন্য পর্যাপ্ত সংখ্যক নলকূপ আর টয়লেট ব্যবস্থা থাকলেও ডুবে যাওয়াতে বিশুদ্ধ পানি আর স্বাস্থ্যকর টয়লেটের অভাবে দিন কাটাচ্ছে বলে জানান।