মাজহারুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি
বন্যার পানি কমতে শুরু করায় স্রোতের কারণে তিস্তা নদীর পাড় ভাঙন শুরু হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির মধ্যেই তিস্তা নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙন ধরেছে। নদীভাঙনের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের বাইশপুকুর এলাকার মানুষেরা। এছাড়াও পার্শবর্তী ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নদীপাড়ের দুই শতাধিক মানুষ নদীভাঙন আতঙ্কে রয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর ভাঙন দুশ্চিন্তায় দিশেহারা তারা। খবর পেয়ে গত রোববার বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলার মৌজা গয়াবাড়ী ঝুনাগাছ চাপানী, খালিশা চাপানী বাইশ পুকুর ছাতুনামা ও কুটি পাড়ায় গিয়ে দেখা যায়, ভাঙ্গন কবলিত এলাকার পরিবারগুলো তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। কেউ কাটছে গাছ, কেউবা কাটছেন বাঁশ আর কেউবা টিনের চালা দিয়ে মাথাগোঁজার ঠাঁই খুঁজছেন ফাঁকা জায়গাগুলোতে। আবার অনেককে গো খাদ্যের খড়কুটো স্তুপ করছেন উচু স্থানে। নদী ভাঙনের এমন চিত্র মানুষের হৃদয়ে আঘাত করেছে। নদীর স্রোত ও মানুষের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নেয়া দৃশ্যগুলো দেখে উপস্থিত মানুষের চোখে অশ্রু চলে আসে। তিস্তা পাড়ের মানুষগুলো মনমরা হয়ে পড়ে আছে। ভিটেমাটি হারা কছুমুদ্দীন (৪৫) কান্নাজড়িতকন্ঠে বলেন, তিস্তার ভাঙ্গনের ভয়ে তিনদিন ধরে চোখে ঘুম আসে না। জায়গা-জমি তো সবেই গেল, কোথায় যাবো পরিবার নিয়ে? কিছুই ভাববার পাচ্ছি না! শুধু কছুমুদ্দীনই নয়, তার মতো আরও অনেকে শোনান সহায়সম্বল হারানোর কথা। ওই এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক মানিক হোসেন (৫০) জানান, এক সপ্তাহের ব্যবধানে তিস্তা নদীর ভাঙ্গনে ৬টি ঘর, বসতভিটা ও ৫ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এভাবে ভাঙ্গন চলতে থাকলে এ গ্রামের চিহ্নও খঁজে পাওয়া যাবে না। তিস্তার ভাঙ্গনে ডানতীর বাঁধ সংলগ্ন প্রায় শতাধিক পরিবারের ঘরবাড়ি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। তারা খোলা আকাশের নিচে জীবনযাপন করলেও খবর নিতে যায়নি কোন জনপ্রতিনিধি, এমন অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত পরিবারেরা। ওই এলাকার সামসুল হক বলেন, তিস্তার পানি কমতে শুরু করেছে। ফলে ভাঙ্গছে তিস্তার ডানতীর বাঁধ সংলগ্ন মানুষের ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হারিয়েছে কমপক্ষে ৫০/৬০ একর জমি। ইউনিয়নটির বাসিন্দা ফয়জুল ইসলাম, এনামুল, আলামিন, সফিকুল ইসলাম, আব্দুল খালেক, দুলু মিয়া এবং ছাতুনামা মসজিদের ইমামসহ তারা জানায়, শুধু কিল্লা পাড়ায় নয়, পার্শ¦বর্তী খালিশা চাপানী গয়াবাড়ী ও ঝুনাগাছ চাপানী এই তিন ইউনিয়নের প্রায় ১৯ শত একর জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ৭ হাজার একর জমি হুমকির মুখে। মানুষ বেড়িবাঁধে বাধ্য হয়ে আশ্রয় নিয়েছে। এই ডানতীর বাঁধটাও ভাঙ্গতে শুরু করেছে। পল্লী চিকিৎসক মোশারফ হোসেন বলেন, পূর্ব থেকে পানি উন্নয়ন বোর্ডের লোকজনকে জানানো হলেও তারা কোন পদক্ষেপ নেয়নি। কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষতির সংখ্যা বেড়ে যাচ্ছে। এই বাঁধ ভাঙ্গলে প্রায় ৯ হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হবেন বলে আশঙ্কা করেন সচেতেন মানুষেরা। খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, খবর পেয়ে ইউএনও এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সাথে নিয়ে আমি ভাঙ্গন এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্থ ৭০টি পরিবারের নাম অন্তর্ভুক্ত করে জেলা প্রসাশক মহোদয়ের নিকট আবেদন করেছি। ডালিয়া পাউবো উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ আহম্মেদ সংবাদকর্মীদের বলেন, তীব্র ভাঙ্গন এলাকাগুলো স্থায়ী পরিকল্পনা অংশ হিসেবে ব্লক, ডাম্পিং, প্লেসিং করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানীর এর সাথে সংবাদকর্মীদের কথা হলে তিনি জানান, ভাঙ্গন এলাকা পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে দ্রুত সংস্কারের জন্য অবগত করেছি।