ক্রীড়া ডেস্ক
করোনাভাইরাসের প্রকোপ সামাল দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলও ফিরছে ক্রিকেটে। শ্রীলঙ্কা সফর দিয়ে দীর্ঘ সময় পর ফের টাইগারদের পদচারণা শুরু হবে বাইশ গজে। এরইমধ্যে বিসিবির বেঁধে দেওয়া নিয়মানুসারে ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন তামিম-মুশফিকরা। খুব শীঘ্রই জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পও শুরু হয়ে যাবে বলে জানিয়েছে বিসিবি। চিকিৎসা সেবা নিতে ব্যস্ত থাকা ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ব্যক্তিগত অনুশীলনে যোগ দিলেন তৃতীয় পর্বে এসে। গৃহবন্দী সময়টাকে কঠিন উল্লেখ করে তামিম জানালেন তার বিশ্বাস লঙ্কা সফরে ভালো সুযোগ আছে। ক’দিন আগেই চূড়ান্ত হয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। ফলে ক্রিকেটারদের সামনে নির্দিষ্ট একটা লক্ষ্য আছে। অক্টোবরের শেষ সপ্তাহে শুরু তিন ম্যাচ টেস্ট সিরিজ, যোগ হতে পারে তিনটি টি-টোয়েন্টিও। তবে পর্যাপ্ত প্রস্তুতি ও কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে এক মাস আগেই দ্বীপ রাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিবে টাইগাররা। অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমকে তামিম বলেন, ‘আমাদের যেহেতু একটা তারিখ আছে, আমরা জানি আমাদের খেলা কখন শুরু হবে তো সবাই সবার মত প্রস্তুতি নিচ্ছে সেরাটার জন্য। এই চারমাস কোনভাবেই সহজ ছিল না।’ ‘কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে যে এখান থেকে বের হয়ে এসে যত তাড়াতাড়ি আমরা মানসিকভাবে ভালো অবস্থায় এসে যাই। কারণ আমাদের একটা বড় ট্যুর আসছে সামনে। আর আমি, বিশ্বাস করি যে আমাদের ভালো সুযোগ আছে।’ দীর্ঘদিন বাসায় ছিলেন, পরিবারের সাথে সময় কেটেছে। তবে পেশাদার ক্রিকেটার বলে ঠিকই একটা অজানা শঙ্কা, চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছে ক্রিকেটারদের। ওয়ানডে অধিনায়ক তামিম এ প্রসঙ্গে বলেন, ‘এই তিন-চার মাস অনেক কঠিন ছিল। হয়তোবা আমরা বাসায় ছিলাম, পরিবারের সাথে ছিলাম, মানসিক একটা চাপের মধ্য দিয়ে গিয়েছি। বাসা থেকে বের হতে পারছিলাম না।’ ‘সাধারণত একটা ট্যুর থেকে এসে ৭-৮ দিনেরর ছুটি পাই আমরা অনেক জায়গায় যেতে পারি বা কিছু করতে পারি। এই চার মাস সবাই স্বাস্থ্য ইস্যুতে চিন্তিত ছিল পরিবারের সদস্যরা।’ গৃহবন্দী সময়ে ক্রিকেটারদের পাশে ছিল বিসিবি। নিয়ম মেনে ফিটনেস নিয়ে কাজ করার সকল পরামর্শ দিয়েছিল ভার্চ্যুয়ালি। এমনকি নিয়মিত কোচ, ক্রিকেটাররা অনলাইন সভায় যোগ দিতেন। নিজেদের অভিজ্ঞতা, পরিকল্পনা ভাগাভাগি করতেন। মানসিকভাবে ফিট থাকতে যা সাহায্য করেছে তামিমকেও। টাইগার কাপ্তান বলেন, ‘এই চারমাসে বিসিবিও আমাদের কিছু সেশন ঠিক করে দিয়েছিল। মানসিকভাবে যেন আমরা ভালো অবস্থায় থাকি। ব্যক্তিগতভাবে আমিও দুই তিনটা সেশন করেছি। এসব আমাকে ভালো সাহায্য করেছে।’