ফিচার ডেস্ক
মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের এই সময়ে সামান্য গা-গরম, একটু কাশি হলেই চেপে বসছে ভয়। আতঙ্কে ঘুম উড়ছে পাড়া-পড়শিদেরও। কিন্তু গা গরম বা সর্দি-কাশি হলেই তা করোনা নয়। বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু কী করে বুঝবেন আপনি করোনা আক্রান্ত কি না? কোন উপসর্গ দেখে করোনা পরীক্ষা করাবেন? এ নিয়ে মেডিকেল জার্নালে বিশেষ গাইডলাইনস দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরাও।
ফ্রন্টনিয়ার্সের ‘পাবলিক হেলথ’ মেডিকেল জার্নালে গবেষকরা বলেছেন, জ্বর বা সর্দি-কাশি মানেই ভাইরাসের সংক্রমণ নাও হতে পারে। মামুলি ভাইরাল জ্বর কিংবা ঠান্ডা লেগেও জ্বর আসতে পারে। বরং কয়েকটি উপসর্গ পরপর দেখা গেলে, তবেই করোনা পরীক্ষা করানো যেতে পারে। কী কী সেই উপসর্গ?
বিজ্ঞানীরা জানাচ্ছেন, করোনা সংক্রমণের প্রথম উপসর্গ শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া। সেখান থেকে জ্বর। আর জ্বরের সঙ্গেই সর্দি বা শুকনো কাশি। ক্রমাগত কাশি চলতেই থাকবে। সারা শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হবে। বিশেষত পেশির ব্যথায় কাবু হবে রোগী। বমিভাব, ঝিমুনি একই সঙ্গে দেখা দেবে। কিছুদিন পর থেকেই হজমের সমস্যা শুরু হবে। পেট খারাপও হতে পারে রোগীর। চিকিৎসরা জানাচ্ছেন, এইগুলো প্রাথমিক উপসর্গ। এই উপসর্গগুলো যদি টানা চলতে থাকে তাহলেই কোভিড টেস্ট করাতে হবে। সঠিক সময় চিকিৎসা না শুরু হলে এক সপ্তাহের মধ্যেই তীব্র শ্বাসকষ্ট দেখা দিতে পারে। সেই সঙ্গে বুকে ব্যথা। ঠোঁট ও জিভে নীলচে ছোপ পড়তে পারে। অনেকেরই মুখের স্বাদ ও নাকের গন্ধ নেয়ার ক্ষমতা চলে যায়। সেদিকেও খেয়াল রাখতে হবে। সাদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির বিজ্ঞানী পিটার কুন জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে অনেকেরই হাতের কনুই, আঙুল বা পায়ের আঙুল, গোড়ালিতে লালচে-বেগুনি র্যাশ হতে দেখা যায়। কখনো সেটা দগদগে ঘা হয়ে যায়। আবার কারোর কারোর এক সপ্তাহের মধ্যে সেই র্যাশ মিলিয়েও যায়। তাই এমন উপসর্গ দেখা গেলে সতর্ক হতে হবে। সংক্রমণ মারাত্মক আকার নিলে অনেক রোগীরই চিন্তাভাবনা গুলিয়ে যাওয়া, ভুল বকা বা ভুলে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। তীব্র মানসিক অবসাদ এমনকি ইনসোমেনিয়াও দেখা দিতে পারে। তবে জ্বর মানেই করোনা নয়। তাই জ্বর হলে বাকি উপসর্গগুলোর দিকেও নজর রাখতে হবে।