নিজস্ব প্রতিবেদক
প্রবাদ আছে নদী পথে ভ্রমণ শান্তির নীড়। মুন্সীগঞ্জবাসী কি আসলেই নদীপথে নির্বিঘ্নে চলাচল করতে পারে? ঢাকার পার্শ্ববর্তী এই জেলার মানুষের ভোগান্তির কোন শেষ নেই। নদী পথে ঢাকা নারায়ণগঞ্জ যেতে ট্রলারের মাধ্যমে চাঁদপুরের লঞ্চে চড়ে ঢাকা যাতায়াত করে যাত্রীরা। পাশাপাশি ছোট ছোট লঞ্চ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মুন্সীগঞ্জের কর্মজীবি, চাকরিজীবি মানুষ নারায়ণগঞ্জ হয়ে ঢাকা যাতায়াত করে। এই যাতায়াতের সময়টা সারাবছর সহনশীল হলেও এখন নদীপথে চলাচল দুর্ভোগ চরমে। ভরা বর্ষায় প্রচন্ড স্রোত আর বড় বড় লঞ্চ এবং জাহাজের ঢেউয়ের সাথে লড়াই করে চলাচল করছে লঞ্চগুলো। এছাড়াও চলার পথে ধলেশ্বরীর মোহনায় বিভিন্ন সিমেন্ট কোম্পানির শত শত মালবাহী জাহাজ, কার্গো নোঙ্গর করে রাখা হয়েছে। এতে লঞ্চ চলাচলে বাঁধার সৃষ্টি হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী ব্যবস্থা নেয়া হলেও মানছেনা সিমেন্ট কারখানা কর্তৃপক্ষ। ফলে দিনের পর দিন জাহাজগুলো নদীতে নোঙ্গর করে রেখেছে সিমেন্ট কোম্পানি কর্তৃপক্ষ। এতে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। অন্যদিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ঢাকা চাঁদপুরগামী কোন লঞ্চ মুন্সীগঞ্জ ঘাটে ভিড়ে না। দুই বা একটি ভিড়লেও সেটা যাত্রীদের জন্য সোনার হরিণ। ফলে ঢাকা এবং চাঁদপুরগামী যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারযোগে প্রতিনিয়ত ঢাকা চাঁদপুরগামী লঞ্চে যাতায়াত করে। গতকাল রবিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, নদী উত্তাল, থেকে থেমে বৃষ্টি হচ্ছে। বন্ধ রয়েছে ট্রলার চলাচল। ফলে ঢাকা এবং চাঁদপুরগামী যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রলার চলাচল বন্ধ থাকায় যাত্রীর অপেক্ষায় দীর্ঘক্ষণ ঘাটের কাছে বড় বড় লঞ্চ যাত্রীর অপেক্ষায় থাকতে দেখা গেছে। একাধিক যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই তারা এই নৌরুটে যাতায়াত করেন। নারায়ণগঞ্জগামী যাত্রী আনিছ জানান, লঞ্চগুলো আকারে ছোট আর নদীর মোহনায় নোঙ্গর করা জাহাজ থাকে। চলার পথে ভয়ে থাকতে হয়। মুন্সীগঞ্জ লঞ্চঘাটের ইজারাদার দিল মোহাম্মদ কোম্পানি জানান, প্রতিদিন মুন্সীগঞ্জ থেকে ঢাকা এবং চাঁদপুর যাতায়াত করে হাজার হাজার যাত্রী। এই ঘাটে লঞ্চ না ভিড়ার কারণে ভোগান্তিতে পড়ে ঢাকা এবং চাঁদপুর থেকে আসা যাত্রীরা। যাত্রীদের ভোগান্তি কমাতেই ট্রলার দিয়ে যাত্রী উঠানো এবং নামানো হয়।