নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কয়েকটি সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে বন্যায় কর্মহীন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তৃতীয় ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার উপজেলার বালুচর ইউনিয়নে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে চরপানিয়া আশ্রয়ণ প্রকল্পে বন্যায় কর্মহীন ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে তৃতীয় ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেকটি পরিবারের জন্য ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি তেল ও ১ কেজি করে লবণ পৌঁছে দেওয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে সামাজিক সংগঠনগুলোর পক্ষে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর মাষ্টার, তরিকুল ইসলাম মাষ্টার, সুমন মাষ্টার, বায়েজিদ খান, জোবায়ের, ইমরান, বাদশা, মাহাবুব, মাহামুদুর রহমান উজ্জ্বলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।