কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালীতে পুকুরে ডুবে যাওয়া ছোট বোনকে উদ্ধার করতে গিয়ে মিসকাত আকতার (১২) নামে বড় বোনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দুপুর দুইটার দিকে স্থানীয় তেলিপাড়া জামে মসজিদের পুকুরে এই ঘটনা ঘটে। নিহত কিশোরী ইউনিয়নের তেলিপাড়া এলাকার মোঃ হাফেজের কন্যা ও ছোট মহেশখালী আহমদিয়া তৈয়্যবিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। এই ঘটনায় তার ছোটবোন শারমিন আকতার (৭) আহত হয়েছে। তাদের বাবা মোঃ হাফেজ জানান, শুক্রবার হওয়ায় দুই বোন কাপড় ধুতে স্থানীয় মসজিদের পুকুরে যায়। এসময় গোসল করতে নেমে ডুব দিয়ে অনেকক্ষণ ডুবে থাকে ছোটবোন শারমিন আকতার। এতে সন্দেহ হওয়ায় তাকে উদ্ধারে ওই স্থানে ডুব দেয় বড়বোন মিসকাত আকতার। সে ডুব দেয়ার কিছুক্ষণ পর ছোটবোন শারমিন অজ্ঞান অবস্থায় ভেসে উঠে। তবে মিসকাত ডুবে থাকে। এক পর্যায়ে খবর পেয়ে লোকজন খোঁজ করে মিসকাতকেও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। অজ্ঞান দুইবোনকে দ্রুত মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বড়বোন মিসকাত আকতারকে মৃত ঘোষণা করেন। তবে ছোটবোন শারমিন বেঁচে আছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ছোট মহেশখালী ইউপি চেয়ারম্যান জিহাদ বিন আলী বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। খুবই মর্মান্তিক। এই মৃত্যু নিয়ে স্থানীয়রা পুকুরের অশুভ কিছুর মন্তব্য করছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিহত মিসকাতের পরিবারকে সহায়তা দেয়া হবে।