নাজমুল মোড়ল, মাদারীপুর প্রতিনিধি
শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বিল্লাল তালুকদার (৩৫) নামের এক যুবকে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাতে ওই যুবককে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ভদ্রাসন এলাকার বিল্লাল তালুকদারকে কুপিয়ে বাড়ির পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে তার স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত যুবকের মামা সিদ্দিক বেপারী জানান, তার ভাগিনা বিল্লাল তালুকদারের পিতা-মাতা না থাকায় সে মামা বাড়ির কাছে থাকেন। তাদের বাড়িও পাশাপাশি। বিল্লাল তালুকদারের জমিজমা নিয়ে প্রতিবেশী শহরআলী বেপারীর সাথে পুরানো বিরোধ রয়েছে। বিল্লাল ঢাকা থেকে বাড়িতে আসলে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাড়ির বাইরে এলে ওৎ পেতে থাকা শহর আলীসহ কয়েকজন ব্যক্তি তাকে ধরে নিয়ে বাড়ির পাশে কুপিয়ে ফেলে রেখে যায়। এ সময় তার পেটে ছুরি দিয়ে আঘাত করে। ডান চোখ উৎপাটনের চেষ্টা করে। পরে খবর পেয়ে আমরা গিয়ে তাকে উদ্ধার করি। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। আমরা খোঁজখবর নিচ্ছি।