নিজস্ব প্রতিবেদক
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি, মুন্সীগঞ্জের আয়োজনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহযোগিতায় ১১ ও ১২ই আগস্ট এই দুইদিন ব্যাপী মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর লক্ষ্মী নারায়ণ জিউর মন্দিরে বিভিন্ন ধর্মীয় কর্মসূচীর মধ্যে শ্রীমদভগবদ গীতা পাঠ, পূজা অর্চণা, বিশেষ প্রার্থনা ও ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির মুন্সীগঞ্জের সভাপতি অভিজিৎ দাস ববির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক সাদিকা সুলতানা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি মুন্সীগঞ্জের সাধারণ সম্পাদক ননী গোপাল হালদার, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপারভাইজার মোঃ মাজহারুল মাহফুজ, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষক গঙ্গা রানী পাল সহ অভিভাবক, শিক্ষার্থী ও ভক্তবৃন্দ। শুভানুষ্ঠানিকা অনুযায়ী শ্রীমদভগবদ গীতা পাঠ করেন পুরোহিত ভাস্কর চক্রবর্তী। পূজা অর্চণার কার্যাদি সম্পন্ন করেন পুরোহিত সুজন চক্রবর্তী। এবারই প্রথম করোনার প্রাদুর্ভাবের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার কল্পে জন্মাষ্টমীর শোভাযাত্রার কর্মসূচী বাদ দেয়া হয়।