নিজস্ব প্রতিবেদক
দেশে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। তবে অন্যান্য সব এলাকাকে সংক্রমণে ছাড়িয়ে গেছে ঢাকা জেলা। দেশে করোনা শনাক্ত হওয়া ২ লাখ ৫৭ হাজার ৬০০ জনের মধ্যে শুধু ঢাকাতেই করোনাভাইরাসে আক্রান্ত ৭০ হাজার মানুষ। তার মধ্যে ঢাকা মহানগরীতে আক্রান্ত ৬৬ হাজার। অন্যদিকে বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সব থেকে কম আক্রান্ত হয়েছে মেহেরপুর জেলায়। এখন পর্যন্ত এই জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৪৬ জন। রবিবার পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন। করোনায় প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৩৯৯ জন। মোট ১ লাখ ৪৮ হাজার ৩৭০ জন সুস্থ হয়ে উঠেছেন। এরপরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের বাসিন্দারা। এই জেলায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার মানুষ। আক্রান্তের তালিকায় এরপরে নারায়ণগঞ্জে ৬ হাজার ৩৩ জন, কুমিল্লায় ৫ হাজার ৮২৩ জন, ফরিদপুর জেলায় ৫ হাজার ২৮৮ জন। আক্রান্তের কম সংখ্যার দিক থেকে মেহেরপুরের পরে রয়েছে পঞ্চগড়ের অবস্থান। এই জেলায় আক্রান্ত হয়েছেন ৩৪৫ জন। এরপর লালমনিরহাটে আক্রান্ত হয়েছেন ৪১৯ জন। চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনা বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানিয়েছিল আইইডিসিআর। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে।