বেগমগঞ্জ ইউপি নির্বাচনে বিজয়ী যারা
বেগমগঞ্জ, নোয়াখালী প্রতিনিধি
বেগমগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকে প্রার্থী ৬, সতন্ত্র প্রার্থী ৮ জন। নির্বাচন কার্যালয় সূত্রে জানায় উপজেলার বেগমগঞ্জ ও নরোত্তমপুর এই দুটি ইউনিয়নে ইভিএম পদ্ধতীতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নরোত্তমপুরে ৩১৪৫ ভোট পেয়ে মোঃ মেহেদী হাসান টিপু নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছে। বেগমগঞ্জ ইউনিয়নে ৪১১০ ভোট পেয়ে মোঃ শাহিদুর রহমার সতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। ব্যালটে ভোট হওয়া আমানউল্যাহপুরে ৩১০৬ ভোট পেয়ে মোঃ বাহ্রুল আলম স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। গোপালপুর ইউনিয়নে ৩৩৯৫ ভোট পেয়ে মোঃ মোশারফ হোসেন সতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। আলাইয়ার পুর ইউনিয়নে ৭৬০৫ ভোট পেয়ে মোঃ গিয়াস উদ্দিন পাটোয়ারী নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছেন। ছয়ানী ইউনিয়নে ৬৪১৯ ভোট পেয়ে মোঃ ওহিদউজ্জামান স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। রাজগঞ্জ ইউনিয়নে ১০০৯২ ভোট পেয়ে মোঃ মোস্তাফিজুর চৌধুরী সেলিম নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছেন। একলাশপুর ইউনিয়নে ৭২৫৬ ভোট পেয়ে সাইদুর রহমান দিপু স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। দূর্গাপুর ইউনিয়নে ৫২৯৫ ভোট পেয়ে আবেদ সাইফুর কালাম নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছেন। কুতুবপুর ইউনিয়নে ৩৫৮৩ ভোট পেয়ে মোঃ কামাল হোসেন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। রসুলপুর ইউনিয়নে ৫৩৭০ ভোট পেয়ে আবদুর রশিদ সতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। হাজীপুর ইউনিয়নে ৫৫১৭ ভোট পেয়ে শাহ মোঃ আজিম মির্জা নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছেন। শরীফপুর ইউনিয়নে ৩৯৫৩ ভোট পেয়ে মোঃ নোমান ছিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। কাদিরপুর ইউনিয়নে ৫৮৭৯ ভোট পেয়ে মোঃ সালাহ উদ্দিন নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছেন। বেগমগঞ্জ উপজেলা নির্বাচন মোঃ রাহাত তানভীর চৌধুরী নির্বাচনের তথ্য নিশ্চিত করেন।