নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আজ ৭ ডিসেম্বর নাসিরনগর পাক হানাদার মুক্ত দিবস। নাসিরনগরের ইতিহাসে এ দিনটি বিশেষ স্মরণীয় দিন। ১৯৭১ সালের এইদিনে দেশপ্রেমিক মুক্তিকামী মানুষ নাসিরনগর থানার অভ্যন্তরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে নাসিরনগরকে পাক হানাদার মুক্ত করে।
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সোহরাব মোল্লা জানান, ১৯৭১ সালের ১৫ নভেম্বর এ দেশীয় দোসর, রাজাকার ও আলবদর বাহিনীর সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী নাসিরনগরে বিপুল সংখ্যক সৈন্য নিয়ে উপজেলার সদর ইউনিয়নের ফুলপুর, কুলিকুন্ডা গ্রাম, গোকর্ণ ইউনিয়নের নূরপুর এবং বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রাম ও তিলপাড়ায় অগ্নিসংযোগ ও অত্যাচার চালায়। তিনি আরো জানান, অগ্নিসংযোগের পাশাপাশি নিরীহ মানুষের ঘরে চালায় লুটপাট। পাকিস্তানি বাহিনীর অমানবিক নির্যাতনে সেসময় অনেকেই হতাহত হয়। অবশেষে ৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলে নাসিরনগর থানা অভ্যন্তরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে নাসিরনগরকে পাক হানাদার মুক্ত করেন।