ইন্দোনেশিয়ার একটি বন্য কুমিরের গলায় আটকা পড়ে টায়ার। গত পাঁচ বছর ধরে সেই টায়ার নিয়ে ঘুরে বেড়াতে হয়েছে কুমিরটিকে। বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বিশেষজ্ঞরা। অবশেষে কুমিরটির গলা থেকে সরিয়ে ফেলা সম্ভব হয়েছে টায়ারটি।
সুলাওয়েসি দ্বীপের পালু শহরের বাসিন্দারা একটি মোটরবাইকের টায়ার গলায় মোড়ানো প্রাণীটিকে দেখতে পান। এরপর ২০১৬ সাল থেকে বন সংরক্ষণ কর্মীরা নোনা জলের কুমিরটিকে ধরার চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু ব্যর্থ হন তারা। অবশেষে স্থানীয় এক বাসিন্দা সোমবার (৭ ফেব্রুয়ারি) ৫ দশমিক ২ মিটার (১৭ ফুট) লম্বা কুমিরটি ধরতে সক্ষম হন।
৩৪ বছর বয়সী পাখি বিক্রেতা তিলি প্রাণীটিকে ধরার জন্য টোপ হিসাবে মুরগি ব্যবহার করেছিলেন। তিন সপ্তাহের চেষ্টায় তিনি সফল হন। এরপর ডজনখানেক লোক কুমিরটিকে তীরে এনে তার গলা থেকে টায়ারটি কেটে ফেলেন।
তিলি বলেন, প্রাণিদের আটকে পড়া ও কষ্ট পাওয়া তার ভালো লাগে না। তাই তিনি কুমিরটিকে সাহায্য করেছেন।
কুমিরটিকে টায়ার মুক্ত করতে পেরে উচ্ছ্বসিত সেখানকার বাসিন্দারাও। পরে প্রাণীটিকে আবার পানিতে ছেড়ে দেন তারা।
সূত্র: দ্য গার্ডিয়ান