ক্রীড়া ডেস্ক
করোনার প্রকোপের সময়টা অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ক্যারিয়ারের ইতি টানার সময় নিয়ে ভাবতে বাধ্য করেছে। এই ডানহাতি ব্যাটসম্যান অবসর নেওয়ার জন্য লক্ষ্য ঠিক করেছেন ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে। কিছুদিন আগে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার বলেছিলেন করোনাভাইরাস তাকে অবসর নিয়ে ভাবতে বাধ্য করছে। খুব বেশি আর ক্রিকেট মাঠে না থাকার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। উদ্বোধনী জুটিতে ওয়ার্নারের সঙ্গী ফিঞ্চ তো অবসরের নির্দিষ্ট দিনক্ষণই জানিয়ে দিলেন। ক্রিকেটারদের কাছে বিশ্বকাপ জয়ই সবচেয়ে বড় সাফল্য। ফিঞ্চও সেটাকেই অবসরের লক্ষ্য হিসাবে দাঁড় করিয়েছেন। ফিঞ্চের বয়স এখন ৩৩, পরবর্তী বিশ্বকাপের সময় ফিঞ্চের বয়স হবে ৩৬। নিজের লক্ষ্য ঠিক করে ফেললেও ফিঞ্চ জানেন, তার আগে নিজেকে রাখতে হবে ফিট, ধরে রাখতে হবে দলে জায়গাও। দুইয়ে, দুইয়ে চার মিলে গেলেই বিশ্বকাপের ফাইনালই হবে ফিঞ্চের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। এ প্রসঙ্গে ফিঞ্চ বলেন, ‘ভারতে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল হবে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দিন। এটাই আমার লক্ষ্য এবং আমি আমার সিদ্ধান্তে অনড়। বিশ্বকাপের সময় আমার বয়স ৩৬ বছর হয়ে যাবে। এর মাঝে অবশ্য আমার ফর্ম, চোটের বিষয়ও থাকছে। এই বিরতি অনেক মানুষের জন্য ছিল ভীষণ কঠিন; তবে অ্যাথলেটদের জন্য, বিশেষ করে যারা বিরতিহীন ভ্রমণ করে এবং বছরে ১০-১১ মাস খেলে তাদের জন্য এটা ছিল মানসিকভাবে সতেজ হওয়ার সুযোগ।’ মাইকেল ক্লার্কের নেতৃত্বে অস্ট্রেলিয়া ঘরের মাঠে জিতেছিল ২০১৫ বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার বর্তমান ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন সেই দলের সদস্য। এর চার বছর পর গেল বিশ্বকাপে ফিঞ্চের নেতৃত্বে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছুতে পেরেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। করোনাভাইরাসের কারণে মাঠের ক্রিকেট বন্ধ হওয়ার পর এখনও মাঠে নামা হয়নি অজিদের। তবে আগামী মাসে সীমিত ওভারের সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে অ্যারন ফিঞ্চের দল।