মদন ( নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ শয্যার ভবনেই গাদাগাদি করে চলছে ৫০ শয্যার স্বাস্থ্য সেবা। এ কারণে সেবা নিতে আসা রোগীদের ওয়ার্ডে ও বারান্দায় থেকে সেবা নিতে হচ্ছে। অপারেশন থিয়েটার রক্ষিত থাকলেও নেই সিজারের ব্যবস্থা। হাওরপাড়ের প্রসূতি মায়েরা প্রাণহানীর ঝুঁকি নিয়েই যেতে হচ্ছে নেত্রকোনা অথবা ময়মনসিংহে। এতে প্রায়ই ঘটছে শিশু ও প্রসূতি মায়ের প্রাণহানী। ডাক্তার এবং জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ফলে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাওরপাড়ের মানুষ।
জানা গেছে, মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি ভবন রয়েছে। একটি ৩১ শয্যা ও অপরটি ১৯ শয্যাবিশিষ্ট ভবন। গত ৩/৪ বছর আগে ৩১ শয্যাবিশিষ্ট ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ওই ভবন অপসারণ না করায় তার স্থলে নতুন ভবন তৈরি হচ্ছে না। ফলে ১৯ শয্যাবিশিষ্ট ভবনে চলছে ৫০ শয্যার সেবা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৯৭৫ সালে ৩১ শয্যাবিশিষ্ট দ্বিতল ভবন দিয়ে কার্যক্রম শুরু হয় মদন উপজেল স্বাস্থ্য কমপ্লেক্স। পরবর্তীকালে ১৯ শয্যার জন্য ২০১১ সালে তিনতলা বিশিষ্ট আরও একটি ভবন নির্মিত হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০জন ডাক্তারের বিপরীতে আছেন মাত্র ৯ জন। স্বাস্থ্য কমপ্লেক্সে ১০জন কনসালটেন্ট এর বিপরীতে আছেন ২ জন। তাঁদের মধ্যে এনেসথেসিয়া কনসালটেন্ট ডাঃ আতাউর রহমান এটাচম্যান্টে অন্য জায়গায় কর্মরত আছেন। টেকনোলজিষ্ট ৬ টি পদের বিপরীতে আছেন ২ জন। স্টোর কিপার পদটিও রয়েছে শূন্য। পরিসংখ্যান পদটি একজন স্বাস্থ্যসহকারী দিয়ে চালানো হচ্ছে।
মঙ্গলবার হসপাতালে গিয়ে দেখা গেছে, মদন স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যার ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও ঝুঁকি নিয়ে ওই ভবনেই জরুরী বিভাগের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১৯ শয্যার ভবনে চলছে চিকিৎসাসেবা।
ধুবাওলা গ্রামের আব্দুল মতিন (৬০) বলেন, পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। সকালে একবার ডাক্তার আসলেও সারাদিন ডাক্তার আসেনা। প্রয়োজন হলে নার্সদের ডাকাডাকি করলেও আসেনা, আবার আসলেও সেবা নিতে আসা রোগীদের সাথে খারাপ আচরন করে। নিয়মিত পরিস্কার না করায় দূর্গন্ধে ঘুম হয় না।
শ্বাস কষ্টের সমস্যা নিয়ে ভর্তি রামদাসখিলা গ্রামের ফাতেমা খাতুন (৪০) বলেন, আমরা গরীব মানুষ। নেত্রকোনা বা ময়মনসিংহে গিয়ে চিকিৎসা নিতে পারি না। এখানেও ডাক্তার খোঁজ খবর নেয় না। নার্সরা সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। প্রয়োজনে ডাক দিলে আরো গাল-মন্দ করে। খাবারের মানও খুব খারাপ।
মদন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো. নূরুল হুদা বলেন, আমি যোগদান করার ২০ বছর বিকল থাকা ইসিজি মেশিন সচল করেছি ও স্থায়ী ঠিকাদান কেন্দ্র স্থাপন করেছি।ভবন অপসারণের জন্য এবং নতুন ভবন স্থাপনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি পাঠিয়েছি।
নেত্রকোনা সিভিল সার্জন ডাক্তার মোঃ সেলিম মিঞা জানান, সম্প্রতি কয়েকজন ডাক্তার বদলি হওয়ায় সঙ্কট দেখা দিয়েছে। এটা কোন স্থায়ী সমস্যা না। অচিরেই ডাক্তার পোষ্টিং দেওয়া হবে। পরিত্যাক্ত ভবন অপসারনের জনস্বাস্থ্য অধিদপ্তরে প্রতিবেদন দিয়েছি। অবকাঠামোগত সমস্যার কারণে সিজারের ব্যবস্থা সম্ভব হচ্ছে না। নিম্মমানের খাবারের ব্যাপারে তিনি বলেন, মামলা জটিলতার কারণে টেন্ডার হচ্ছে না। তবে খাবার ভাল মানের করার জন্য আমি কথা বলছি।