নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৮ বছরের ঊর্ধ্বে প্রাপ্তবয়স্ক সব নাগরিককে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তন থেকে জুম কনফারেন্সে যুক্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড আইসিইউ ও বহির্বিভাগ (ওপিডি) শেড উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজধানীসহ সারাদেশে পুনরায় গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আগস্ট মাসের মধ্যে ফাইজারের ৬০ লাখ ও এস্ট্রাজেনেকার আরও ২৯ লাখ টিকা দেশে আসছে। সারাদেশে শিগগিরই চিকিৎসক, নার্সসহ টেকনিশিয়ান নিয়োগ দেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।