মোঃ আব্দুল কুদ্দুস, কুষ্টিয়া প্রতিনিধি
মোহাম্মাদ শাহাদত হোসেন। জন্ম ১৯১৩ সালে পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলায়। বর্তমানে তার বয়স ১০৮ বছর। ১০৮ বছর বয়সে ৩ মাইল দূরে পায়ে হেঁটেই চা খেতে যান কুমারখালী শহরে। তার প্রথম স্ত্রী মারা গেছেন আনুমানিক ৪০ বছর হবে। এরপর গত ২৭ বছর পূর্বে দ্বিতীয় বিয়ে করেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাউলকুটা গ্রামে। দুই পরিবার মিলিয়ে বর্তমানে তার ৯ ছেলেসন্তান জীবিত রয়েছেন। বর্তমানে তার বড় ছেলের বয়স ৮০ বছরের বেশি এবং ছোট ছেলের বয়স ১৮ বছর। তিনি এখন দ্বিতীয় স্ত্রীর সাথে কুমারখালী বসবাস করছেন। এই বয়সেও তিনি ৩ কিলোমিটার দূর থেকে কুমারখালী শহরে চা খেতে আসেন। পূর্বে কাপড়ের ব্যবসা করতেন। এখন সব সন্তানরা মিলে তার দেখভাল করছেন। শাহাদত হোসেন জানান, তিনি এখনো শারীরিকভাবেও বেশ সুস্থ ও ভাল আছেন।