তথ্যপ্রযুক্তি ডেস্ক
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি ব্যবহারকারীর নিরাপত্তার দিকেও নজর রাখে।
এবার বিশেষ এক ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। যার মাধ্যমে আপনার ফোন নম্বর লুকিয়ে রাখতে পারবেন খুব সহজেই। অনেক ব্যবহারকারী চান না যে, তাদের নম্বর ওপর প্রান্তে থাকা মানুষ জানুক। এই সমস্যা এবার সমাধানের পথে। ভাবছেন তো কীভাবে?
সময়ের সঙ্গে সঙ্গে মেসেজিং অ্যাপগুলোর জনপ্রিয়তা বাড়ছে লাফিয়ে। সেই তালিকায় রয়েছে হোয়াটসঅ্যাপও। আর ব্যবহারকারীদের সুবিধার্থে সবসময় নতুন নতুন ফিচার আনার চেষ্টা করে সংস্থা। এবার ফোন নম্বর ব্যক্তিগত রেখে হোয়াটসঅ্যাপ করার সুবিধা পাবেন আপনিও।
ওয়েবিটাইনফো একটি স্ক্রিনশট শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে, সার্চবারে নাম লিখে যে কাউকে খুঁজে বের করা যাবে। অর্থাৎ কাউকে খুঁজে বের করার জন্য তার নম্বরের প্রয়োজন পড়বে না। মোবাইল ও ওয়েব ভার্সন দু’ক্ষেত্রেই এই পদ্ধতি প্রযোজ্য।
এছাড়া হোয়াটসঅ্যাপে সম্প্রতি নিয়ে এসেছে নয়া ফিচার ‘প্রাইভেসি চেকআপ’। এজন্য প্রথমেই প্রাইভেসি সেটিংসে গিয়ে ‘স্টার্ট চেকআপ’-এ ট্যাপ করতে হবে। তাহলেই পরপর বেশকিছু স্ক্রিন দেখা যাবে যার সাহায্যে ব্যবহারকারীরা দেখে নিতে পারবেন কারা তাদের কোন গ্রুপে অ্যাড করতে পারবেন, অনলাইন স্ট্যাটাস বা লাস্ট সিন দেখতে পারবেন ইত্যাদি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া