কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পাঁচ শতাংশ (০.০৫ একর) সরকারি খাস জমি উদ্ধার করেছে প্রশাসন।
রোববার বিকেলে উপজেলার দ্বীপেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে এই সরকারি খাস জমি উদ্ধার করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবকর সরকার।
এসময় উপজেলা ভূমি অফিসের অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার দ্বীপেশ্বর মৌজার আর এস দাগ ৭৮৭, এস এ দাগ ২৫০ এর সরকারি পাঁচ শতাংশ (০.০৫ একর) ভূমি বেদখল ছিলো। পরে বিষয়টি উপজেলা ভূমি অফিসের নজরে আসলে ভূমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবকর সরকার জানান, সরকারি খাস জমি উদ্ধারে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। সরকারি ভূমি উদ্ধারে সকলের সহযোগিতা কামনা করছি।