মোঃ কামাল হোসেন, কুমিল্লা প্রতিনিধি
হোমনা উপজেলার নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে হোমনা উপজেলার সার্বিক উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি যতদিন হোমনায় কর্মরত থাকবো ততদিন আমি হোমনার মানুষ, হোমনাকে আমার নিজের উপজেলা মনে করে এগিয়ে নেয়ার চেষ্টা করবো। গতকাল বুধবার উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় ইউএনও রুমন দে হোমনা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ উপজেলার সার্বিক উন্নয়ন করতে সাংবাদিকদেরকে সঠিক তথ্য দিয়ে তাকে সাহায্য করার অনুরোধ করেন।