হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনায় সিরাজুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ। তবে তার মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। লাশের নাকে, মুখে ও মাথায় রক্তের দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সিরাজুল ইসলাম হোমনা উপজেলার রামকৃষ্ণপুর পূর্ব আড়ালিয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত রবিবার ভোর পৌনে পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার ভুরভূরিয়া গ্রামের জনৈক মাইন উদ্দিন মেম্বারের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে স্থানীয় লোকজন ও স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে পুলিশকে খবর দেওয়া হলে এসআই মোহাম্মদ ফরহাদ হোসেন লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য লাশ কুমেক হাসপাতালে পাঠায় হোমনা থানা পুলিশ।
পরিবারের বরাত দিয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম বলেন, আগেরদিন রাত বারোটার দিকে ঘর থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। সকালে তাকে বাঞ্ছারামপুার উপজেলার ভুরভূরিয়া গ্রামের জনৈক মাইন উদ্দিন মেম্বারের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। খবর পেয়ে হোমনা থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। লাশের নাকে, মুখে ও মাথায় রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল বাঞ্ছারামপুর থানা হওয়ায় আইনি পদক্ষেপ সেখানেই নেবে।
এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন বলেন, ‘এখনও কেউ থানায় আসেনি। কোনো মামলা হয়নি। আমাদের দল কাজ করছে। পোস্টমর্টেম রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এনামুল হক বলেন, ঘটনাস্থলেই সিরাজুল ইসলামের মৃত্যু হয়েছে।