হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনায় মানবিক সহযোগিতা ও আত্মনির্ভরশীল জাতি গঠনে তরুণ-যুবকদের উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা, ফলজ, বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সাথে যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ যুব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হোমনা উপজেলা শাখা কমিটির পরিচিতি সভাও অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে এ সংগঠনের উদ্যোগে উপজেলার চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ যুব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হোমনা উপজেলা শাখার আহ্বায়ক মো. সাইদ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মো. সামসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. হাসিব উদ্দিন, এনলাইটেন্ড সোসাইটির সমন্বয়ক মো. সাকির উদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন অনন্ত নির্জন ভূঁইয়া (মামুন)।