মো. কামাল হোসেন, হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনায় ফের পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আটজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এশার নামাজের পর সাদা রঙের একটি পাগলা কুকুর এ কান্ড ঘটায়। আহতরা হলেন- উপজেলার নিলখী গ্রামের সরাফত আলীর ছেলে মো. জুলহাস (৫০), জহির উদ্দিনের ছেলে মো. ইসমাইল (৪০), গোলাম মোস্তফার স্ত্রী ফজিলাতুন নেছা (৫৫), মৃত হাসমত আলীর ছেলে ময়নাল মিয়া (৩০), মো. রফিকুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (১৭), তোফাজ্জল হোসেনের স্ত্রী বেলাতন নেছা (৫০), ছোট ঘাড়মোড়া গ্রামের সুমন মিয়ার ছেলে মো. ফাহিম (১০), মিরশ্বীকারী গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. সাব মিয়া (৩৫)। এদের মধ্যে গুরুতর আহত জুলহাস মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। নিলখী গ্রামের বাসিন্দা ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা জানান, গত সোমবার এশার নামাজের পর আমার পাশের বাড়ির বেলাতন নেছা ঘর থেকে বের হয়ে বাথরুমে যাচ্ছিলেন। এসময় তিনি কিছু বুঝে উঠার আগেই একটি সাদা রঙের পাগলা কুকুর তাকে কামড় দেয়। এরপর এই কুকুরটি যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মাহবুবুর রহমান বলেন, কুকুরের কামড়ে হাসপাতালে আসা আটজনকে চিকিৎসা দিয়ে জলাতঙ্ক টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। এদের মধ্যে একজনের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হওয়ার পথে, তাই তাকে ঢাকায় পাঠানো হয়েছে। নিলখী ইউপির চেয়ারম্যান খন্দকার জালাল উদ্দিন বলেন, লোকজন লাঠিসোঠা নিয়ে কুকুরটিকে ধাওয়া করলেও রাত হওয়ায় মারতে পারেনি। যার ফলে এলাকাবাসী আতঙ্কে রয়েছে। চেয়ারম্যান আরো বলেন, এলাকার বেওয়ারিশ কুকুর নিধনে পদক্ষেপ নেয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার জানান, হাসপাতালে কুকুরের ভ্যাক্সিনের কোনো সংকট নেই। উল্লেখ্য, গত কয়েকদিন আগে একটি পাগলা কুকুর একই এলাকার ২৪ জন নারী-পুরুষকে কামড়িয়ে আহত করেছিল।