হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনা উপজেলার ৩১ বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মাসব্যাপী মৎস্যচাষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিআরডিবি সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামসুজ্জামান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, জেলা যুব উন্নয়ন কার্যালয়ের মৎস্য প্রশিক্ষক সুভাষ চন্দ্র বর্মণ, মো. মোশারফ হোসেন, মো. আক্তার হোসেন প্রমুখ।