মোঃ কামাল হোসেন, কুমিল্লা সংবাদদাতা
হোমনা উপজেলার দু’টি দাখিল মাদ্রাসার ২৩ জন নন এমপিও শিক্ষককে প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক সহায়তা হিসেবে এক লাখ বিশ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। মাদ্রাসা দু’টি হলো- তেভাগিয়া চার কুড়িয়া দাখিল মাদ্রাসা ও মণিপুর হাজী সামসুল হক ভূইয়া দাখিল মাদ্রাসা। গত রবিবার হোমনা উপজেলা নির্বাহী অফিসার রুমন দে নিজ কক্ষে প্রত্যেক শিক্ষকের হাতে বরাদ্দের চেক তুলে দেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, মাদ্রাসা সুপার মাওলানা মোহাম্মদ হোসেন ও আবদুল হালিমসহ চেক গ্রহণকারী শিক্ষকগণ উপস্থিত উপস্থিত ছিলেন।