ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়ায় নারীদের হৃদরোগের ঝুঁকিমুক্ত থাকা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার পূর্ব দেবপুর গ্রামের মজুমদার বাড়িতে এ সভার আয়োজন করা হয়।
সভায় হৃদ রোগের ঝুকিমুক্ত থাকা বিষয়ে নারীদের নানা গুরুত্বপূর্ণ পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাঃ জাহানারা আরজু।
স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আহমেদ মাহী রাসেল উদ্যোগ নিয়ে চিকিৎসা বিষয়ক এ পরামর্শ সভার আয়োজন করেন।
সভায় মহামায়া ইউনিয়নের অন্তত দেড় হাজার নারী উপস্থিত ছিলেন। এসময় অনেকে ডাঃ জাহানারা আরজুর কাছ থেকে উপস্থিত চিকিৎসা সেবা নিয়েছেন।
মহামায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাজাহান মিনুর সভাপতিত্বে এবং সাংবাদিক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, কবি ওবায়েদ মজুমদার, আহমেদ মাহী রাসেলের সহধর্মিণী সাফিয়া আফরিন, সমাজসেবক মাস্টার আবুল কালামসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।