তথ্যপ্রযুক্তি ডেস্ক
বিশ্বের জনপ্রিয় গাড়ি সংস্থা হুন্দাই নিয়ে আসছে নতুন গাড়ি। হুন্দাই ক্রেটা এন লাইন আনলো সংস্থাটি। দক্ষিণ কোরিয়ার গাড়ি সংস্থা হুন্দাইয়ের নতুন এসইউভি। ছিমছাম চেহারা এবং গুচ্ছের স্মার্ট ফিচার্স সমৃদ্ধ এই গাড়ি বহু মানুষের পছন্দ।
গাড়িতে দেওয়া হয়েছে ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। সঙ্গে ৬ স্পিড ম্যানুয়াল ও ডিসিটি গিয়ার। এন লাইন ভ্যারিয়েন্টে পাবেন ম্যানুয়াল গিয়ারবক্স। এই ইঞ্জিন সর্বোচ্চ ১৫৮ হর্সপাওয়ার শক্তি এবং ২৫৩ এনএম টর্ক তৈরি করতে পারে। গাড়িটি ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে মাত্র ৮.৯ সেকেন্ডে।
নতুন বাম্পার, নতুন গ্রিল এবং আধুনিক ডিজাইন-সহ হাজির হয়েছে এই এসইউভি। যেখানে পাবেন একগুচ্ছ স্পেসিফিকেশন। থাকছে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ১০.২৫ ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ওয়্যারলেস চার্জিং, ডুয়াল জোন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, বোস সাউন্ড সিস্টেম, ভেন্টিলেটেড ড্রাইভার সিট, প্যানারমিক সানরুফ ইত্যাদি। সেফটির জন্য গাড়িতে রয়েছে অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম লেভেল ২, ৬টি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, অ্যান্টি লক ব্রেকিংসহ একাধিক বৈশিষ্ট্য।
মনোটোন এবং ডুয়াল টোন রঙে পাওয়া যাবে এই গাড়ি। থাকছে ১৮ ইঞ্চি অ্যালয় হুইল, ডুয়াল এক্সহস্ট এবং আরও অনেক কিছু। গাড়িতে দারুণ হ্যান্ডলিং পাওয়া যাবে বলে দাবি করেছে হুন্দাই। দুটি ভ্যারিয়েন্ট রয়েছে এই গাড়ির- এন৮ এবং এন১০। গাড়ির দাম ভারতে থাকছে ১৬ লাখ ৮২ হাজার থেকে ২০ লাখ ২৯ হাজার রুপি (এক্স-শোরুম)।
সূত্র: ইন্ডিয়া অটো