মোঃ আকছেদ আলী, ভাঙ্গুড়া প্রতিনিধি
কালের বির্বতনে ভাঙ্গুড়া থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ছিপ দিয়ে মাছ ধরা। এশিয়ার বৃহত্তম বিল চলনবিল। পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলার নয়টি উপজেলা জুড়ে বিস্তৃত এ বিল। শুষ্ক মৌসুমে রবি শস্য ও বোরো চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে বিল পাড়ের মানুষ। আর বর্ষা মৌসুমে কোন কাজ কর্ম না থাকায় এখানকার মানুষ অলস সময় পার করে ছিপ দিয়ে মাছ ধরে। ভরা বর্ষায় যখন চারিদিকে শুধু পানি আর পানি দূর থেকে দেখে তখন মনে হয় গ্রামগুলো যেন কচুরিপানার মত ভাসছে। কেহ বাড়ির ঘাটে আবার কেউবা ছোট ছোট ডিঙ্গি নৌকায় বসে চলনবিলে ছিপ দিয়ে সারাদিন আবার কখনো জোৎস্নারাতে মাছ ধরে সময় পার করত। কিন্তু কালের বিবর্তনে এখন হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ছিপ দিয়ে মাছ ধরা। এর জন্য মানুষের ব্যস্ততাকেই দায়ী করছে এলাকার বয়স্কজনেরা। বিশেষ করে সকাল হতে রাত অবধি ফেসবুকে মত্ত থাকাকেই দায়ী বলে তারা মনে করেন তারা। ভাঙ্গুড়ার অষ্টমনিষা গ্রামের প্রায় শত বছর বয়স্ক মোঃ মফিজ উদ্দিন খান বলেন, একসময় আমরা দল বেঁধে সকাল থেকে রাত পর্যন্ত ছিপে বড়শি বেঁধে মাছ ধরতাম। আবার ছিপ দিয়ে মাছ ধরার প্রতিযোগিতাও হতো সেসময়। অনেক সময় বন্ধুরা মিলে জোৎস্নারাতে মাছ ধরে আনন্দ উপভোগ করতাম। আধুনিকতার ছোঁয়ায় আজ হারিয়ে যেতে বসেছে সেই ঐতিহ্যবাহী শখ করে মাছ ধরা।