খোকন মজুমদার, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় মামলার কারণে উচ্চ আদালতে থেমে থাকা সরকারি জমিতে গড়ে উঠা অবৈধ বাসস্ট্যান্ডে ও অবৈধভাবে দখল করা দখলদারদের উচ্ছেদে ফের অভিযানে নেমেছেন হাটহাজারী উপজেলা প্রশাসন। গত সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান করা হয় বলে জানা যায়। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, গত জানুয়ারি মাসে দুই দফায় এই বাসস্ট্যান্ডে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে প্রায় ১৩ শতক সরকারি জমি উচ্ছেদ করে উন্মুক্ত করা হয়েছিল, যার আনুমানিক মূল্য পৌনে চার কোটি টাকা। উচ্ছেদকৃত জায়গা বাসস্ট্যান্ডের পরিবহন চলাচলের কাজ ব্যবহার হচ্ছে। উচ্ছেদ চলাকালে উচ্চ আদালতে মামলা হবার কারণে উচ্ছেদ অভিযানের কাজ বন্ধ ছিল। মামলা খারিজ হলে আবার উচ্ছেদ অভিযান শুরু হয়। পর্যায়ক্রমে অবৈধ দখলে থাকা সমুদয় জমি উচ্ছেদ করা হবে। এসময় তিনি আরো বলেন, সরকারি জমি অবৈধ দখলমুক্ত করে এ জায়গায় বাস, মিনিবাসসহ সকল প্রকারের যানবাহন থাকবে। যানজট মুক্ত হলে শুধু হাটহাজারীবাসী নয়, উত্তর চট্টগ্রামের রাউজান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফটিকছড়িসহ পার্বত্য অঞ্চলের মানুষও উপকৃত হবে। এতে করে পরিবহন চালকরাও অবাধে যাতায়াত করতে পারবে বলে মনে করেন তিনি।