এম. টুকু মাহমুদ, ঝিনাইদহ প্রতিনিধি
“দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি। হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ঐতিহ্যবাহী সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের সহযোগিতায় ঝিনেদা থিয়েটার ভোর হলো এর বাস্তবায়নে এক আনন্দমুখর পরিবেশে গতকাল রবিবার বৃক্ষরোপণ পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি রঔশন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী, সালেহা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মুক্তার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি এম. সাইফুজ্জামান তাজুসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। উল্লেখ্য, পরিবেশ আর গাছ নিয়ে ভাবেন এমন মানুষের সমাগমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কর্মসূচির অংশ হিসাবে এই বৃক্ষরোপণ কর্মসূচীর পরে স্থানীয় শিল্পীর চমৎকার এক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।