হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা হসপিটাল মোড় থেকে অভিনব কায়দায় একটি ইজিবাইক চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বেলা ১১টার দিকে। এ ঘটনায় চালক দিশেহারা হয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন। এ চুরির ঘটনায় ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইজিবাইক চালক রেজওয়ানের (১৫) পিতা ইজিবাইক মালিক নিজাম উদ্দিন।
ইজিবাইক চালক রেজওয়ান ও তার পিতা নিজাম উদ্দিন সাংবাদিকদের জানান, গত সোমবার আনুমানিক বেলা ১১টার দিকে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের পাশে জননী ফার্মেসীর সামনে থেকে একজন অচেনা গায়ে জ্যাকেট, মাথায় টুপি ও মাস্ক পরিহিত মাঝবয়সী পুরুষ স্থানীয় পার্বতীপুর আমেরচারা বাজার থেকে দ্বিতীয় আরোহী নেওয়ার উদ্দেশ্যে আমের চারা বাজারে যায়। সেখানে দ্বিতীয় আরোহীকে না পেয়ে পুনরায় হরিণাকুন্ডু বাস কাউন্টারের সামনে তাকে নেওয়ার উদ্দেশ্যে ফিরে আসে এবং তাকে ইজিবাইকে তুলে দুই পুরুষ আরোহীকে তুলে নিয়ে ঝিনাইদহে ট্রাকের টায়ার কেনার উদ্দেশ্যে রওনা দেয়।
ঝিনাইদহের দুই নম্বর পানির ট্যাংকে সামনে পৌঁছানোর পর দুই আরোহীর মাঝে কথা কাটাকাটি হয়। একজন বলে আগে বাজার করতে হবে, দ্বিতীয়জন বলে চলো আগে ট্যায়ার কিনি। একপর্যায়ে আরোহীদের মাঝে সমঝোতা হয়। প্রথম আরোহী ইজিবাইক চালকের ইচ্ছার বিরুদ্ধে দ্বিতীয় আরোহীকে ইজিবাইকে বসিয়ে রেখে ঝিনাইদহ বাজারপাড়ায় অবস্থিত বড় বাজারের সামনে পাকা রাস্তার উপরে ইজিবাইক রেখে বাজার করতে যায়। চালকসহ প্রথম আরোহী বাজার করে ফিরে এসে রাস্তার উপর দ্বিতীয় আরোহীসহ রেখে যাওয়া ইজিবাইকটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে কৌশল করে ইজিবাইক চালককে ফেলে রেখে প্রথম আরোহী পালিয়ে যায়।
এ ঘটনায় ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানার কাছে মুঠোফোনে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, অভিযোগ পেয়েছি। ভুক্তভোগীর ইজিবাইক উদ্ধারে অভিযান চলমান রয়েছে।