হরিণাকুণ্ড (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে উপজেলা আইন শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে, উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক-উজ জামান এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানার সঞ্চালনায়, আইন শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি), ঈশিতা আক্তার, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ(ওসি), এম রউফ খান, বাংলাদেশ জামায়াত ইসলামী হরিণাকুণ্ডু উপজেলা আমির, মোঃ বাবুল হোসাইন, সেক্রেটারি, ইদ্রিস আলী, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক, তাইজাল আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান, মোঃ মোতাহার হোসাইন, উপজেলা আনসার ভিডিপি অফিসার, মোছাঃ ফরিদা ইয়াসমীন, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়, পল্লী উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার সুধাংশু কুমারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, জুয়া, অনলাইন ক্যাসিনো, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি, ছিনতাই, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।