কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর এলাকায় বালুবোঝাই ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে মৌলভীবাজারের কুলাউড়ার একই পরিবারের শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতরা উপজেলার হাজীপুর ইউনিয়নের মাদানগর গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার ভোরে মাধবপুরের নোয়াপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- প্রবাসী রাজুর ভগ্নীপতি আব্দুস সালাম (৩২), তার বোন সাদিয়া (২১), ভাগ্নি হাবিবা (২), ছোট ভাই সিহাব (১৩) ও গাড়িচালক পৃথিমপাশা ইউনিয়নের সাদির মিয়া (২৪)। আহতরা হলেন- প্রবাসী রাজু (২৯), তার পিতা নুরুল ইসলাম (৫০) ও চাচাতো ভাই নিশাত (১৮)।
স্থানীয় ও রাজুর পরিবার সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী ছেলেকে ঢাকা বিমানবন্দর থেকে মাইক্রোবাসযোগে মৌলভীবাজারের কুলাউড়ায় বাড়িতে নিয়ে আসার সময় মাধবপুরের নোয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। একইসময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানও মাইক্রোবাসের পেছন দিকে সজোরে ধাক্কা দেয়। ত্রিমুখী সংঘর্ষে রাজুর পরিবারের চার সদস্য ও মাইক্রোবাস চালক ঘটনাস্থলেই নিহত হন। এসময় প্রবাসী রাজু, চাচাতো ভাই নিশাত ও রাজুর পিতাসহ আহত ৩ জনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে পরিবার সূত্র জানিয়েছে। এদিকে নিহত ৫ জনের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার বাদ আছর স্থানীয় কবরস্থানে লাশ দাফন হওয়ার কথা রয়েছে।
মুুঠোফোনে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম মিয়া বলেন, আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ৫ জনসহ দূর্ঘটনাকবলিত গাড়িগুলো তাৎক্ষণিক থানায় নেওয়া হয়েছে।