নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) আগামীকাল মঙ্গলবার (১ মার্চ) জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করবেন।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. শাহ আলম এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গণপূর্তের প্রধান প্রকৌশলীকে চিঠি পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে- সিইসি কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০টায় পুষ্পমাল্য অর্পণ করবেন।
এর আগে আজ (সোমবার) বিকেলে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নতুন নির্বাচন কমিশনাররা।
এদিকে শপথ গ্রহণের পর প্রথম দিন আজ সকালে কমিশনে অফিস করেন সিইসিসহ নির্বাচন কমিশনাররা। এসময় ইসি কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ইসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নতুন নির্বাচন কমিশনাররা।