আন্তর্জাতিক ডেস্ক
জাপানের সাবেক প্রিন্সেস মাকো কোমুরো তার স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। পারিবারিক রীতি ভেঙে সম্প্রতি তিনি কেই কোমুরোকে বিয়ে করেন। কেই কোমুরো কোন রাজ পরিবারের সদস্য নন। জাপানের রীতি অনুযায়ী, রাজ পরিবারের কেউ রাজ পরিবারের বাইরে সাধারণ কাউকে বিয়ে করতে পারবেন না। যদি কেউ তা করেন, তাহলে রাজকীয় সুবিধা, পদবী ব্যবহার করতে পারবেন না। ফলে বিয়ের সঙ্গে সঙ্গে প্রিন্সেস মাকো কোমুরোর নামের আগে যুক্ত হয়ে যায় সাবেক প্রিন্সেস। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, মাকো কোমুরো এবং তার স্বামী কেই কোমুরো দু’জনের বয়সই ৩০ বছর। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেম চলছিল। রোববার তারা রাজধানী টোকিওতে হানাদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এএনএ ফ্লাইটে আরোহন করে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেন। বিমানটি আকাশে উড্ডয়নের পূর্বে সেখানে সমবেত শুভাকাঙ্খীরা তাদেরকে হাত নেড়ে বিদায় জানান।