নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে সৌদিআরবে আটকেপড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৫ আগস্ট ফ্লাইটটি সৌদির জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। বিমান জানায়, ফিরতে আগ্রহী যাত্রীদের রেজিস্ট্রেশন করতে হবে। এরপর শুধুমাত্র বিমান জেদ্দা অফিস থেকে অরিজিনাল পাসপোর্ট, ইকামা দেখিয়ে ‘আগে আসলে আগে পাবেন ভিত্তিতে’ টিকিট কিনতে পারবেন। বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জেদ্দা-ঢাকা একমুখি যাত্রার টিকিটের মূল্য নির্ধারণ করেছে ইকোনমি ক্লাস ২২০০ সৌদি রিয়াল ও বিজনেস ক্লাস ৩২০০ সৌদি রিয়াল। পাশাপাশি বিজনেস ক্লাসের যাত্রীরা ৫০ কেজি ও ইকোনমি ক্লাসের যাত্রীরা ৪০ কেজি চেক-ইন ব্যাগেজ নিতে পারবেন। উভয়ক্লাসের যাত্রীরা একটি হাতব্যাগে ৭ কেজি হ্যান্ড লাগেজ আনার সুবিধা পাবেন।