বিশ্বকাপ সুপার লিগে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে ১০০ পয়েন্টের ঘরে প্রবেশ করেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতেই এটি করেছিল টাইগাররা। আজ (সোমবার) শেষ ম্যাচ জিতলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পথে এগিয়ে যাওয়া যেত আরও এক ধাপ।
তা না হলেও, নিজেদের ১৫ ম্যাচ শেষে ১০০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে তামিম ইকবালের দল। সুপার লিগে আর তিন সিরিজে নয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখান থেকে ২০ পয়েন্ট তথা দুই জয় পেলেই নিশ্চিত হয়ে যেতে পারে বিশ্বকাপ। তবে অধিনায়ক তামিম চান, সেরা চারে থেকে বিশ্বকাপে যেতে।
২০২৩ সালে ভারতের মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবেই মূলতঃ আয়োজিত হচ্ছে এই বিশ্বকাপ সুপার লিগ। স্বাগতিক হিসেবে আগেই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে ভারতের। এখন ১৩ দলের অংশগ্রহণে এই সুপার লিগ থেকে প্রথম আটটি দল সরাসরি পাবে বিশ্বকাপের টিকিট। বাকিদের খেলতে হবে প্লে-অফ।
আর সেরা আটে থাকার জন্য ন্যুনতম ১২০ পয়েন্ট পেলেই যথেষ্ট হতে পারে যে কোনো দলের। কিন্তু ১২০ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে রাজি নন বাংলাদেশ অধিনায়ক। যত বেশি সম্ভব ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের সেরা চারে থেকেই বিশ্বকাপে পা রাখতে চান তামিম। আফগানদের বিপক্ষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি।
তামিমের ভাষ্য, ‘যদি আর একটা-দুইটা ম্যাচও জিতি, তাহলেই হয়তো আমরা বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করবো। এটা আমার লক্ষ্য না, আমার ব্যক্তিগত লক্ষ্য হলো বাংলাদেশ সেরা চারে থেকে (সুপার লিগ) শেষ করবে।’
তিনি আরও যোগ করেন, ‘আপনি যদি ৭-৮ নম্বর হয়ে বিশ্বকাপ খেলতে যান তাহলে সেটা কোনো পার্থক্য তৈরি করে না। যদি আমরা সেরা চারে থেকে যেতে পারি সেটাই একটা ব্যাপার হবে। অধিনায়ক হিসেবে চারে থেকে শেষ করাই আমার লক্ষ্য। কয় ম্যাচ জিততে পারি, কত পয়েন্ট এসব আমার কাছে বিষয় না, আমার কথা হল শীর্ষ চারে থাকা।’
সেরা চারে থাকতে হলে চাই অনেক পয়েন্ট। আজকের ম্যাচ হেরে ১০টি পয়েন্ট হাতছাড়া করেছে বাংলাদেশ। তাই চরম হতাশ তামিম। কারণ সামনের তিন সিরিজের ছয় ম্যাচ হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটিও হবে তাদের দেশের মাটিতে। ফলে কোনোটিই সহজ হবে না।
তাই তামিম চেয়েছিলেন আফগানিস্তান সিরিজ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট নিতে, ‘আমি আসলে পয়েন্ট হারিয়ে হতাশ। কারণ আপনি কখনও ভবিষ্যত বলতে পারেন না। আমাদের দক্ষিণ আফ্রিকায় খেলতে হবে, ইংল্যান্ড-আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে হবে। কোনো কিছুই নিশ্চিত না আপনি কী করবেন। যখন এ ধরনের সুযোগ থাকবে (ঘরের মাঠে আফগানদের বিপক্ষে) তখন সেটার সর্বোচ্চ সুবিধাটা তুলে নিতে হবে।’সেরা চারে থেকে বিশ্বকাপে যেতে চান অধিনায়ক তামিম